শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ বালিকা উচ্চ বিদালয়ে দুর্নীতি বিরোধী কুইজ ও শপথ অনুষ্ঠিত হয়েছে । সোমবার দুপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) পৃষ্ঠপোষকতায় গঠিত ইয়েস গ্রুপের আয়োজনে ওই বিদ্যালয়ের হল রুমে শপথ দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠিত হয়।
এ দুর্নীতি বিরোধী কুইজ ও শপথ পাঠ অনুষ্ঠান উপলক্ষে সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইমদাদুল হক কাজল, সনাক সদস্য কোহিনুর রুমা, ইয়েস গ্রুপরে যুগ্ম সমন্বয়ক মশিউর রহমান, টিআইবির এরিয়া ম্যানেজর আতিকুর রহমান সুমন, ইয়েস গ্রুপের দলনেতা মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থীদের শপথ পাঠ করান ইয়েস গ্রুপের সহকারী দলনেতা আরজু মালা। শপথ শেষে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণ করা হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।