শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রথমআলো বন্ধুসভার আয়োজনে মঙ্গলবার (২৬ ফব্রেুয়ারি) শহীদ মিনার চত্ত্বরে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করা হয় হয়।
সকাল ১০টার দিকে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি চলে বিকেল পর্যন্ত। এতে উপজেলার প্রায় দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি জয় সাহা, সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তুহিন, সদস্য সবুজ সাহা, জলি, রিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা বলেন, নিজ নিজ রক্তের গ্রুপ জানা খুবই জরুরী। যেকোন দুর্ঘটনায় রক্তের প্রয়োজন হয়। যদি রক্তের গ্রুপ জানা থাকে, তাহলে সহজেই রক্ত দেওয়া এবং নেওয়া যায়। তাই মানুষ যেন তার রক্তের গ্রুপ জেনে রাখতেন পারেন, সেই উদ্দেশ্যে আমরা বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করি৷ আমাদের এ রকম কর্মসূচি সব সময় অব্যহত থাকবে।