শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজনগর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বকুল বুধবার (২২ এপ্রিল) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সহায়তা অসহায় মানুষের কাছে পোঁছে দিয়েছেন।
এতে ওই রাজনগর ইউনিয়নের ৭ জন প্রতিবন্ধী, ৪ জন বয়স্ক, ২ জন ভিক্ষুক এবং ৪ জন বিধবাকে ৫ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি ডাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে তিনি পৌঁছে দিলেন।
এ প্রসঙ্গে ফারুক আহমেদ বকুল বলেন, করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায়দের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্দেশনায় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা নিয়ে গরীব অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন।