শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১২ ইউপি চেয়ারম্যান ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুমে ১২ ইউপির ১৪৪ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। অন্যদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।