শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী ফাতেমা রাণীর তীর্থস্থানে খ্রীষ্টভক্তদের বাৎসরিক ২১তম তীর্থোৎসব উপলক্ষে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে মিশন সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে তীর্থ উদযাপন কমিটির আহবায়ক রেভারেন্ট ফাদার মনিন্দ্র চিরানের সভাতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বারমারী কোম্পানী কমান্ডার আলতাফ হোসেন, নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আলহাজ্ব জমশেদ আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ইউপি সদস্য রবিউল ইসলাম, কৃষক লীগ নেতা দেলুয়ার হোসেন, আব্দুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মি. জন মাংসাং।
সভায় অতিথিরা জানান, আগামী ২৫-২৬ অক্টোবর খ্রীষ্টভক্তদের বাৎসরিক তীর্থোৎসব পালিত হবে। তাই সারাদেশ থেকে আগত হাজার হাজার তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এবারের তীর্থোৎসবের মুলসুর হলো- ত্যাগ, সেবা ও প্রেমের রাণী ফাতেমা রাণী, মা মারিয়া।