” মুক্তিযোদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলো” এই গ্লোগান কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে তারামনি খেলাঘরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ প্রঙ্গনস্থ তারামনি খেলাঘর আসরের কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা তারামনি খেলাঘর আসরের সভাপতি হানিফ মন্ডলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সভাপতি ইমাম হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক নন্দ সাহা, পাতা বাহার খেলাঘর আসরের সাবেক সভাপতি ও শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব সংকর কারুয়া, পৌরসভা প্যানেল মেয়র সুরজিৎ সরকার বাবলু প্রমুখ।
পরে তারামনি খেলাঘর আসরের নতুন বছরের কমিটি গঠন করা হয়।