শেরপুরের নালিতাবাড়ীতে করোনা ভাইরাসের কারনে কর্মহীন দরিদ্র অসহায় পরিবারের মাঝে বুধবার (৬ মে) নিজস্ব তহবিলের অর্থায়নে দিনব্যাপী ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের উপ-প্রচার সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।
এদিন উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাজার এলাকার ৩০টি রবিদাশ পরিবার, কুতুবাকুড়া গ্রামের ১৫টি পরিবার, নিশ্চিন্তপুর গ্রামের ১৫টি পরিবার ও পৌর শহরের আড়াইআনী বাজার এলাকার ৫৪টি পরিবারসহ মোট ১১৪টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসবের মধ্যে ছিল ৫ কেজি করে চাল, ২ কেজি আটা, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি কাঁচা মরিচ ও ১ টি করে নুনা ইলিশ।
এ ব্যাপারে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, মরণঘাতী করোনা ভাইরাসের ভয়াল ছোঁবলে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। একই সাথে সুস্থ্য ও নিহতও হচ্ছে মানুষ। যেহেতু এই করোনা ভাইরাসের এখনো কোন ওষুধ আবিষ্কার হয়নি। তাই এ থেকে রক্ষা পেতে হলে ঘরে থাকা ও প্রয়োজনে ঘরের বাইরে বের হলে নিরাপদ দুরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও সাবান দিয়ে বার বার হাত ধোয়া। তাছাড়া এই করোনা ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য সরকার সারাদেশে লকডাউন ঘোষনা করেছেন। যে কারনে মানুষ ঘরে বসে অলস সময় পার করছেন। তবে এই মহামারী সময়ে খাদ্য সংকটে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। তাই এই দুর্যোগকালীন সময়ে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানো উচিত।
তিনি জানান, এ পর্যন্ত তার ব্যক্তিগত অর্থায়নে ২ হাজার ৭ শ ৭২ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। তিনি আরো জানান প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। তিনি বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন আমাদের সকলের উচিত মহামারীকালীন সময়ে সমাজের অসহায়দের পাশে দাড়ানো।
এতে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নাজমুল ইসলাম, ছাত্রলীগকর্মী এমদাদুল হক মিলন, সাব্বির আহমেদ বাদশা, মেহেদী হাসান সাকিব, সা’ আল জুনাইদ এবং রতন রবিদাশ প্রমুখ।