বাংলাদেশ ইনস্টিটিবউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা) শেরপুরের নালিতাবাড়ী উপ-কেন্দ্রের উদ্যোগে ডাল ও তেল জাতীয় রবিশস্য উৎপাদনে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ মার্চ রবিবার বিকেলে বিনা উপ-কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বিনা ময়মনসিংহ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল মালেক। বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাসরিন আখতারের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা ওয়াজ কুরুনী, বৈজ্ঞানিক কর্মকর্তা সামিউল হক, খামার ব্যবস্থাপক আব্দুল জলিল পাঠান প্রমুখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।