ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য সরবরাহ কম থাকায় এক সপ্তাহেই শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দায়িত্বে থাকা তিনটি প্রতিষ্ঠানেরই এক সপ্তাহে সকল পন্য বিক্রি হয়ে গেছে। ফলে প্রতিদিন গ্রাহকরা পণ্য কিনতে এসে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
উপজেলা টিসিবির অনুমোদিত প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পৌর শহরে তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় মেসার্স চকন এন্টারপ্রাইজ ও মেসার্স জনি ট্রেডার্স এবং নন্নী ইউনিয়নে নুর হোসেন ট্রেডার্স টিসিবির পণ্য বিক্রির দায়িত্ব পান। তাই তাদের গত ১৬ মে নালিতাবাড়ী মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের টিসিরি কার্যালয় থেকে প্রতি ডিলারকে ৪০০ কেজি চিনি, ৩০০ কেজি মশুর ডাল, ৫০০ কেজি ছোলা ও ২০০ লিটার (৫ লিটার করে বোতর) তেল সরবরাহ করা হয়েছে। ডিলারের মাধ্যমে এই সব পণ্য বিক্রির জন্য চিনি (বিএসএফআইসি) ৫৫ টাকা, মশুরডাল (অস্ট্রেলিয়া) ৮০ টাকা, ছোলা (অস্ট্রেলিয়া) ৭০ টাকা ও সয়াবির তেল (পুষ্টি) ৮৫ টাকা লিটার দাম নিধারণ করা হয়েছে। কিন্তু তা ১৮ মে থেকে ২৫ মে এর মধ্যেই তিনটি প্রতিষ্ঠানের সকল পণ্য বিক্রি হয়ে গেছে। তিনটি প্রতিষ্ঠানে টিসিবির পণ্য সরবরাহ না থাকায় প্রতিদিন শত শত গ্রাহক পণ্য না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তারা নতুন করে টিসিবির পন্য সরবরাহ করে গরিব ও সাধারণ মানুষদের রমজান মাসে সুযোগ দেওয়ার অনুরোধ জানায়।
চকপাড় মহল্লার নারী শ্রমিক হুসনে আরা বেগম (৪৫) বলেন, সারা দিন কাম কইরা যাই পাই এই দিয়া চার পুলাপুরি লইয়া দিন চলে। হুনছি সরকার কম দামে তেল চিনি দিবো। কিনবার যাওয়নের আগেই জিনিস বেইচা শেষ কইরা হালাইছে। গরিবগর বেলায় এই রহমি অয়। হুনছি বাজারের তোলনায় এইন দাম কম। তাই আইছিলাম। কিন্ত নাই।
চকন এন্টারপ্রাইজের ডিলার একেএম শামসুদ্দিন বলেন, প্রতি ডিলারকে এক হাজার ৪০০ কেজি করে পণ্য সরবরাহ করা হয়েছে। উপজেলা পর্যায়ে আর সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। যে পরিমানে পণ্য আমি পেয়েছি, দুই দিনে সব বিক্রি হয়ে গেছে। এখন প্রতিদিন টিসিবির পণ্য কিনতে এলাকার মানুষ ভীর করেন। কিন্ত পণ্য না থাকায় গ্রাহকরা হতাশা হয়ে ফিরে যায়। এখানে আমাদের করার কিছুই থাকে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, চাহিদা অনেক বেশি থাকায় কয়েক দিনেই সব পণ্য বিক্রি হয়ে গেছে। উপজেলায় পূনরায় পন্য সরবরাহের জন্য উদ্ধর্তণ কর্তৃপক্ষকে জানানো হবে।