শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শোকাবহ ৩ রা নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচী পালিত হয়। পৌরশহরের উত্তর বাজারের দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পাতাকা অর্ধনমিত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর বেলা এগারোটায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রভাষক ফারুক আহমেদ বকুল, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল, শিক্ষক নেতা ও সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ।