শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সোমবার দিনব্যাপী সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির আয়োজনে সনাক কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির কার্যক্রম ব্যবস্থাপক (গবেষণা বিভাগ) গোলাম মহিউদ্দিন ও আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব, কিভাবে জলবায়ু পরিবর্তন হয়, জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় কিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এতে টিআইবির সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস গ্রুপের সদস্যরা অংশ গ্রহণ করেন।