স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সোমবার বিকেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)‘র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সহযোগীতায় ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে সনাক নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে জনগণের মুখোমুখি হন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনূস আলী দেওয়ান।
এতে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন- সনাক নালিতাবাড়ীর স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আ.ন.ম. সাদরুল আহসান মাসুম, সদস্য কোহিনুর রুমা, টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন, নয়াবিল ইউপি সচিব আব্দুল্লাহ-আল-বিরুনী প্রমুখ।
প্রশ্নোত্তর পর্বে ইউপি চেয়ারম্যান নয়াবিল ইউনিয়ন পরিষদের তথ্য সেবা, বাজেট ও বাস্তবায়িত কর্মসূচিসহ উপস্থিত নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন ভাতা, রাস্তা ঘাট নির্মাণ, সংসংস্কার এবং তদসংশ্লিষ্ট বাজেট, বাজেট ব্যায়ের খাত, টিআর, কাবিখাসব বিভিন্ন প্রকল্পের বরাদ্দের সুষ্ঠু তদারকিসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।