শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনকুড়া সিধুলী চৌরাস্তা বাজারে রবিবার (২৯ মার্চ) দুপুরে ছাত্রলীগ কর্মীর নিজ উদ্যোগে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে। তুরুণ ওই ছাত্রলীগ কর্মী হলেন সাব্বির আহম্মেদ বাদশা।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা ছাত্রলীগ কর্মী সাব্বির আহম্মেদ বাদশা নিজ খরচে নিজের দায়িত্ববোধ থেকে এই জীবানুনাশক স্প্রে ছিটালেন বলে দোকানীরা জানান।
ওই বাজারের মুদি দোকানী লুতফর রহমান বলেন, ছাত্রলীগ কর্মীর জীবানু নাশক স্প্রে ছিটানো খুবই ভালো কাজ। দেশের এই ক্লান্তিলগ্নে এটি একটি মহতি উদ্যোগ। তার এই মহান কাজে অংশ গ্রহন করার জন্য আমরা তাকে স্বাগত জানাই।
উপজেলা ছাত্রলীগ কর্মী সাব্বির আহম্মেদ বাদশা বলেন, সারাবিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসের করুণ থাবায় বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তাই মরণব্যাধী এই করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। তারাই অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস মাত্র।
তাছাড়া, করোনা ভাইরাসকে ভয় না পেয়ে গণসচেতনতা গড়ে তুলতে পারলে আমরা বাচতে পারবো। তাই আমি মনে করি আমার এই ক্ষুদ্র স্প্রে কার্যক্রম করাই যথেষ্ট নয়। এই ভাইরাস প্রতিরোধে নিজ উদ্যোগে সাবান দিয়ে বার বার হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করা। দেশের এই অসময়ে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় অসহায় মানুষের পাশে দাড়াবে।
এইদিন তিনি ওই বাজারের সকল দোকানের সামনে করোনা ভাইরাস মুক্তকরণের লক্ষে জীবানুনাশক স্প্রে দেন। এসময় বনকুড়া বাজারের ব্যবসায়ীরা বলেন ছাত্রলীগের এই পরিশ্রমী ছাত্র নেতার উদ্যোগে আমারা অনুপ্রাণিত হয়েছি।