শেরপুরের নালিতাবাড়ীর খরস্রোতা পাহাড়ী চেল্লাখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন নুর ইসলাম নামের ১০ বছর বয়সী এক সন্তান। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের আমবাগান ব্রীজপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের হাশেম আলীর সন্তান। এ ঘটনায় নিখোঁজ নুর ইসলামকে উদ্ধার করতে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার অভিযান চালায়।
পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হাশেম আলীর দুই সন্তান মীম (১৫) ও নুর ইসলাম (১০) চেল্লাখালী নদীতে গোসল করতে নামে। সাতার না জানায় ও নদীতে তীব্র স্রোত থাকায় দুইভাই বোনই তলিয়ে যায়। এসময় প্রতিবেশীরা টের পেয়ে মীমকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে নিখোঁজ রয়েছেন নুর ইসলাম। তাকে উদ্ধার করার জন্য জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হন। এই রিপোর্ট লিখা পর্যন্ত (রাত ৮টা ২০ মিনিট) নুর ইসলামকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের প্রধান আতাউর রহমান জানান, আমরা নুর ইসলামকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করলাম। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার উদ্ধারকাজ সমাপ্ত ঘোষনা করা হয়েছে। তবে তিনি বলেন, লাশটি স্রোতে ভেসে ভাটির দিকে চলে যেতে পারে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরীদল দুই ঘন্টা সময় আপ্রাণ চেষ্টা করে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করেছেন।