শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘরে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে রনি (২৮) নামে এক যুবক। রোববার (১৪ নভেম্বর) ভোর রাতের কোন এক সময় উপজেলার তন্তর গ্রামে এ ঘটনা ঘটে। রনি ওই গ্রামের বকুল মিয়ার ছেলে।
জানা গেছে, স্ত্রী চলে যাওয়ায় সংসার জীবনে সুখী ছিল না রনি। শারিরিকভাবেও ছিল অসুস্থ। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিল রনি। শনিবার রাতের কোন এক সময় গলায় ওড়না পেচিয়ে নিজ থাকার শয়নকক্ষে ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে রোববার সকালে পরিবারের লোকজন রনির মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এসময় রনির কাছে থাকা একটি চিরকুট পাওয়া যায়। ওই চিরকুটে রনি তার কষ্টের কথা উল্লেখ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।