শেরপুরের নালিতাবাড়ীতে (২৯ মার্চ) বৃহস্পতিবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাটকিয়া বাজার কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিভিন্ন এলকা থেকে আগত ১৮টি ঘোড়া অংশগ্রহন করে।
এ প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পুরাপুইট্ট্রা গ্রামের আমির হামজার ঘোড়াটি প্রথম, একই এলাকার আব্দুল আজিজের ঘোড়াটি দ্বিতীয় ও শেরপুরের নালিতাবাড়ী সদরের সুরুজ আলীর ঘোড়াটি তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে প্রথম পুরুষ্কার ১টি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন ও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ১টি করে মোবাইল ফোন সেট তুলে দেয়া হয়।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, আতাউর রহমান নাসিম, মতিউর রহমান প্রমুখ। এতে এলাকার প্রায় ৫ সহ¯্রাধিক ক্রীড়ামোদী জনতা ঘৌড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। এ সময় আয়োজক কমিটি ঘোষনা করেন আগামী পহেলা বৈশাখে আরেকটি ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।