পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) শহরের মধ্য বাজার সাহা মার্কেটের ২য় তলায় গার্মেন্টস ব্যবসায়ী সমিতির আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সেক্রেটারি মোতালেব ব্যপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। এসময় উপস্থিত ছিলেন বস্র ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ হাকাম হীরা, নালিতাবাড়ী গার্মেন্টস ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা অরুন চন্দ্র সরকার, আলহাজ্ব শামছুল আলম সওদাগর, মামুন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সেক্রেটারি মনিরুল ইসলাম মনির, ক্যামিস্ট ও ড্রাগিষ্ট সমিতির সেক্রেটারি আবু সিনা জুবায়ের, গার্মেন্টস ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুস সালাম সেন্টু, সাহা মার্কেটের সত্বাধিকারী সত্যজিত সাহা রনি প্রমূখ। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নালিতাবাড়ী বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওসমান গণী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ান এ শোরুমের পরিচালক ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল।