শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নলজোড়া বাজারে রবিবার (৮ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমান আদালতের অভিযানে আজাহার আলী (৫৪) নামের এক গাজা সেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ওই ব্যাক্তি উপজেলার চাঁদগাঁও গ্রামের মৃত আমির হামজার ছেলে।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দন্ডপ্রাপ্ত ব্যাক্তির কাছ থেকে গাজা সেবনের কলকি উদ্ধার করা হয়। পরে গাজা সেবনকারীর স্বীকারোক্তিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দন্ডাদেশ দেয়া হয়েছে। এসময় শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।