শেরপরের নালিতাবাড়ীতে খেলার মাঠ থেকে গরুর হাট ও কাঁচা বাজার উচ্ছেদের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে সর্বস্তরের ক্রীড়ামোদি খেলোয়ার এবং কাকরকান্দি ইউনিয়নের জনগণের ব্যানারে উপজেলা পরিষদে সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় যুবসমাজের প্রতিনিধি জুলফিকার আলী ও নবী হোসেনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নালিতাবাড়ীর ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ফুটবলার অসীম দত্ত হাবলু, ক্রীড়ামোদি একে শামছুদ্দিন চঞ্চল, জুলফিকার আলী, নবী হোসেন প্রমুখ। এসময় বক্তারা কাকরকান্দি ভরত চন্দ্র দিও খেলার মাঠ থেকে যুবলীগ নেতা আবু হানিফের নিয়ন্ত্রণাধীন গবাদি পশুর হাট ও কাঁচা বাজার উচ্ছেদের দাবী জানিয়ে প্রশাসনকে সাত দিনের সময় বেধে দেন। অন্যথায় পরবর্তী সময়ে অবৈধ দখলদারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন তারা। মানববন্ধনে কাকরকান্দি ইউনিয়নের যুবসমাজের প্রায় শতাধিক যুবক ও ক্রীড়ামোদীরা অংশ নেন।