শেরপুরের নালিতাবাড়ীতে খেতমজুর ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয় চত্বরে এ উলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রফিকুল ইসলামকে সভাপতি ও মুর্শেদা খাতুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে।
এসময় রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা। এছাড়াও সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।