শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রবিবার (১২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সকালে সরকারী বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে। এতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ৩ জন এবং রাজনগর ইউনিয়নের ৩ জনসহ ৬ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহবায়ক এবং মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার শফিক আহমেদ ও পোড়াগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান প্রমুখ। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান উপস্থিত থেকে আরো ১৪ টিসহ মোট ২০ টি বাইসাইকেল বিতরন করা হলো।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।