শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষুদে শিক্ষর্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে গেরাপচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যাগ বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরের নালিতাবাড়ী ইউনিয়নে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপির) বরাদ্ধ থেকে ১ লাখ ৯০ হাজার টাকার চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উন্নয়নমুলক কাজের অংশ হিসেবে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন। ইউনিয়নের ৫টি প্রাথমিক বিদ্যালয়কে বেছে নিয়ে ৪৭৫ জন শিক্ষার্থীদেরকে ব্যাগ দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাসুদ কবির, সাধারণ সম্পাদক মো. ফরিদ আহাম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান বলেন, চেয়ারম্যান সাহেবের একান্ত ইচ্ছায় আজ অনেক শিক্ষার্থীদের মাঝে এ ব্যাগ দেওয়ার ফলে শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ আরো বাড়বে। এর আগেও চেয়ারম্যান নিজের অর্থে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেণ্। এ রকম প্রত্যেক চেয়ারম্যান নিজ উদ্যোগে শিক্ষার্থীদের সামান্য কিছু দিলেও বিদ্যালয়ে তাদের আসার আগ্রহ আরো বাড়বে। ঝড়ে পড়া শিক্ষার্থীর হারও কমবে।
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আন্জুমান আরা বলেন, এই ব্যাগ দেওয়ায় আমি খুব খশি হয়েছি। বাবাকে বলছিলাম একটা ব্যাগ দেওয়ার লাইগা। কিন্ত বাবা কিন্না দেয় নাই এহন থাইকা আমি প্রতিদিন স্কুলে আইমু।
শেরপুর টাইমস/ বা.স