শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি যন্ত্র বিতরন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে অফিস চত্বরে সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরন উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন।
এসময় উপজেলা কৃষি অফিসার আলমগীর কবির, এইও মওদুদ আহমেদ, ফারুক হোসেনসহ কৃষক ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়নের জন্য কৃষকদের মাঝে সরকারি ভাবে ৫০% ভর্তুকিতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরন করা হচ্ছে।