শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে পোড়াগাঁও ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে বুধবার (২৩ জানুয়ারী) সকালে এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি প্রযুক্তি ও (কমন ইন্টারেষ্ট গ্রুপ) সিআইজি ব্যবস্থাপনা বিষয়ে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এই প্রশিক্ষণের আয়োজন করে।
এতে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফ ইকবাল ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, মোবারক হোসেন, মুক্তা মিয়া, মশিউর রহমান ও কামাল হোসেন প্রমুখ। প্রশিক্ষণে সিআইজিভুক্ত ৬০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।