“বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমান ধানের চাষাবাদ পদ্ধতি ও ফসল সংরক্ষণের কলাকৌশল” শীর্ষক কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উপকেন্দ্র (বিনা) নালিতাবাড়ী’র হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরীন আখতারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল।
এদিকে একই দিন দুপুরে বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী’র আয়োজনে উপজেলার বাগিচাপুর গ্রামে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বীনাধান-১৯ সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবস উপলক্ষে আয়োজিত কৃষক-কৃষাণী সমাবেশে বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল ও বিধান-১৯ চাষী আবুল কাশেম। এতে সভাপতিত্ব করেন ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরীন আখতার।