শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার (২৫ মে) দিনব্যাপী উপজেলার পোড়াগাও ইউনিয়নের সমেশ্চুড়া গ্রামের দরিদ্র কৃষক আব্দুল মজিদ মিয়ার ৯০ শতাংশ জমির বোরো ধান কেটে দিয়েছেন।
এ ধান কাটা কর্মসুচীতে অংশ নেন নালিতাবাড়ী উপজেলা শাখার অন্যতম ছাত্রনেতা সাব্বির আহম্মেদ বাদশা, ছাত্রনেতা গোলাম মাওলা, সা’আদ আল জুনাইদ, কাওছার আহম্মেদ, রিয়াদ মিয়া, হৃদয় হাসান, হাফিজুর রহমান, মোক্তার হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ। কৃষক আব্দুল মজিদ মিয়া শেরপুর টাইমসকে বলেন, সোনার বাংলার ছাত্ররা শ্রমিকের সংকটময় মুহুর্তে কৃষকের পাশে দাড়িয়েছ। আমার প্রত্যাশা বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী এভাবে অবহেলিত কৃষকের পাশে দাড়াবে।