শেরপুরের নালিতাবাড়ীতে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে আমন মৌসুমের ধান সংগ্রহে উন্মুক্ত লটারি সম্পন্ন হয়েছে। কৃষকের ধান বিক্রিতে হয়রাণী কমানো এবং ন্যায্য মুল্য প্রাপ্তীর উদ্যোগ হিসেবে শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলসপাড় ইউপি ভবনে এ লটারি সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নালিতাবাড়ীতে সরকারীভাবে ধান সংগ্রহকালে দালালের দৌরাত্মসহ নানা কারণে কৃষকরা হয়রানীর শিকার হয়ে থাকেন। এমতাবস্থায় কৃষকদের কাছ থেকে সহজে ধান সংগ্রহের লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষ বাছাই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার কলসপাড় ইউনিয়নের মোট ৩টি ব্লকের ৬ হাজার ৪৮৩জন (১নং ব্লকে ১ হাজার ৭৯৪জন, ২নং ব্লকে ১ হাজার ৯২৬ ও ৩নং ব্লকে ২ হাজার ৭৪২জন) কৃষকের মধ্যে উন্মুক্ত লটারি সম্পন্ন হয়। এরমধ্যে ৩২০জন কৃষককে (১নং ব্লকে ৮৯ জন, ২নং ব্লকে ৯৫ জন ও ৩নং ব্লকে ১৩৬ জন) বাছাই করা হয়। আগামীকাল রবিবার বাঘবেড়, নয়াবিল, রামচন্দ্রকুড়া ও নয়াবিল ইউনিয়নের কৃষকদের মাঝে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে উন্মুক্ত লটারি সম্পন্ন হবে। পর্যায়ক্রমে লটারি শেষে প্রতিজন কৃষক ১টন করে ধান সরকার নির্ধারিত মূল্য প্রতিকেজি ২৬ টাকায় বিক্রি করতে পারবেন। চলতি মৌসুমে মোট ২ হাজার ৩৫২ মেট্টিকটন ধান কেনা হবে।
এসময় নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নাছির, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সম্রাট খান, উপ খাদ্য পরিদর্শক সোহেল মিয়াসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।