শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তিন দিন ধরে এক কিশোরীর সন্ধান মিলছে না। মেয়েটির সন্ধান চেয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলায় মাইকিং করা হয়।
এলাকাবাসী ও নিখোঁজ মেয়ের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জয়নুদ্দিন পাড়ার মৃত. ইব্রাহিমের মেয়ে ইলু খাতুনকে (১৭) গত রোববার সকাল ১০টা থেকে সন্ধান মিলছে না। পরিবার বলছে, ইলু মানসিক ভারসাম্যহীন। তবে সে তার নিজ বাড়ি চিনতে পারে। নিখোঁজের দিন ইলুর পড়নে ছিল সেলোয়ার কামিজ৷ তার গায়ের রং ফর্সা।
এদিকে, তিন দিন অতিবাহিত হওয়ায় ইলুর সন্ধান না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে বুধবার মাইকিং করা হয়েছে। ইলুর বড় ভাই হোসেন আলী তার বোনকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেনে। মেয়েটির সন্ধান পেলে ০১৭৮৩৫৪০২৫৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়ে ইলুর পরিবার।