শেরপুরের নালিতাবাড়ীতে ১৭ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে আরও একজন।
থানা পুলিশ জানায়, ২১ এপ্রিল (শনিবার) সন্ধ্যার দিকে ওই কিশোরী রিক্সাযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পৌর শহরের গোবিন্দনগর এলাকায় পৌঁছলে একই গ্রামের আল-আমিন, সোহাগ মিয়া ও আব্দুল জলিল কিশোরীকে ফুসলিয়ে একটি বাঁশঝাড়ে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে রাত সাড়ে আটটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত দুই দফায় পালাক্রমে ধর্ষণ করে।
পরে কিশোরী বাড়ি ফিরলে কিশোরীর চলাফেরা সন্দেহজনক মনে হলে স্বজনরা কারণ জানতে চাইলে কিশোরী তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়।
পরে রবিবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করলে অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করে রাতেই ধর্ষণে অভিযুক্ত আল আমিন ও শাহিনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তবে অপর আসামী সোহাগ এখনো পলাতক রয়েছে।