শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে (১৩) উত্যক্তের অভিযোগে দুই যুবককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ এপ্রিল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান এ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- নয়াবিল গ্রামের আব্দুল খালেকের ছেলে ইলিয়াস হাসান (১৮) ও নয়াবিল পূর্বপাড়া গ্রামের উমর আলীর ছেলে মিলন মিয়া (২০)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল গ্রামে নিজ বাড়ির সামনে নয়াবিল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীকে ইলিয়াস ও মিলন নামে দুই যুবক প্রেমের প্রস্তাব দেয় এবং আপত্তিকর কথাবার্তা বলে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করে উত্যক্তকারীদের আটকে প্রশাসনে খবর দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ঘটনাস্থলে যান। পরে রাতেই স্থানীয় নয়াবিল ইউপি ভবনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে উত্যক্তের অপরাধে মিলন ও ইলিয়াসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তাদের কে সহযোগীতা করার অপরাধে নয়াবিল গ্রামের সাকিব (১৫) ও রাকিবকে (১৩) নামে আরো দুই কিশোর কে ৫ হাজার করে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।