শেরপুরের নালিতাবাড়ীতে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানে এক হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন, ডাঃ কামরুন্নাহার, ডাঃ নজরুল ইসলাম তারেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, কমিশনার জহুরুল হক ও চাইল্ড রাইটস ফ্যাসিলেটেটর আবু হায়াত মোস্তফা কামাল প্রমুখ। এসময় কর্মকর্তারা জানান, নালিতাবাড়ী উপজেলার ৪২৫ জনের চলমান স্বাস্থ্যসেবা আরো জোড়দার করার লক্ষ্যে দুগ্ধদায়ী মা ও শিশুদের জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।