শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি’র) ৯ম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন দলের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। উদ্বোধন ঘোষণা করেন শেরপুর জেলার সভাপতি কমরেড মো. আবুল মনছুর। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি কমরেড মো. আবুল মনছুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। আরো বক্তব্য রাখেন শেরপুর জেলার নেতা আবু আহমেদ খান বাবুল ও সোলায়মান আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সমির উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন আহামেদ, জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম প্রমুখ। উদ্বোধনী অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই কাউন্সিলে উপজেলার ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারকে সভাপতি, মো. জাহিদুল ইসলাম জাহিদকে সাধারণ সম্পাদক ও এডভোকেট সমির উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সদস্য পদে রয়েছেন সাংবাদিক হকিকত জাহান হকি, মো. আবুল মনছুর আহামেদ, মো. মাহফুজুর রহমান, মো. আরফান আলী, ইলিয়াছ উদ্দিন, সারোয়ার আহামেদ তারা, সত্যেন্দ্র নাথ, জয়ন্তি বিশ্বাস, ইন্তাজ আলী ও সুমন্ত বর্মন।