‘‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশের উন্নয়ন’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে মানববন্ধনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন ও জেলা পরিষদের সদস্য নোহেলিকা দিব্রা প্রমুখ বক্তব্য রাখেন।
শেরপুর টাইমস/ বা.স