শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ দশ বছর বয়সী এক কন্যাশিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আজিজুল হক (৩৫) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে আজ (২৪ সেপ্টেম্বর) রবিবার দুপুরে নন্নী-ঝিনাইগাতি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে উপজেলার রাতকুচি গ্রামের স্বামী পরিত্যক্তা গৃহবধূ আছমা আক্তার তার ৪র্থ শ্রেণি পড়–য়া কন্যাশিশুকে ঘরে রেখে পাশের বাড়িতে যান। এ সুযোগে একই এলাকার জয়নাল আবেদীনের বখাটে ছেলে আজিজুল ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে ঝাপটে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি ধস্তাধস্তি শুরু করলে মা আছমা আক্তার চলে আসেন। ফলে দৌড়ে পালায় বখাটে আজিজুল। এ ঘটনায় পরদিন রবিবার নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযানে গিয়ে দুপুর বারোটার দিকে নন্নী-ঝিনাইগাতি সড়ক থেকে আজিজুলকে গ্রেপ্তার করে নিয়ে আসে। অভিযানে নেতৃত্ব দেন এসআই নজরুল ইসলাম ও এসআই ওয়ারেছ আলী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান জানান, অভিযুক্ত আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে সে তিনটি বিয়ে করে। যার একটিও টিকেনি।
শেরপুর টাইমস/ বা.স