শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য ওয়ান এ ব্র্যান্ডের পোশাক শো- রুম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) রাতে শহরের তারাগঞ্জ মধ্যে বাজার সাহা মার্কেটে ফিতা কেটে এই শো- রুম উদ্বোধন করা হয়।
জানা গেছে, রুচিশীল গ্রাহকরা তাদের পছন্দের মানসম্মত পোশাক ক্রয় করতে নালিতাবাড়ী ছেড়ে জেলা শহর শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ শহরে গিয়ে থাকেন। এখন আর তাদেরকে কষ্ট করে সে সব জায়গায় যেতে হবে না। তাদের চাহিদা পূরণ করতে নালিতাবাড়ীতে এসেছে পোশাকের ব্র্যান্ড ‘ওয়ান এ’। নালিতাবাড়ীর বৃহত্তম পোশাক কেনাকাটার স্থান সাহা মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ওয়ান এ’। এই আউটলেটে থাকছে উচ্চমান সম্পন্ন নানা ধরনের মানসম্মত পোশাক।
এদিকে, পোশাক জগতের নতুন সংযোজন ওয়ান এ শো-রুম নালিতাবাড়ী শাখার পূর্বের ঠিকানা হক প্লাজা নালিতাবাড়ী উত্তর বাজারে অবস্থানের সময় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেছেন এই প্রতিষ্ঠানটি। তাই তারা ইতোমধ্যে গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
এই শো রুমের ব্যবস্থাপক এম. উজ্জ্বল জানান, আধুনিক ও রুচিশীল পোশাক জগতের নতুন সংযোজন ওয়ান এ শো-রুমে থাকছে, প্যান্ট, শার্ট, পাঞ্জাবী, টি-শার্ট, পলো শার্ট, ব্লেজার, কটি, জ্যাকেট, বয়েজ ও ম্যান্স হুডি, জগার্স, ম্যানস্ ফুল স্লিপ, থ্রি-পিস, খিমার, ফ্রক, গার্লস ফুল স্লিপ, বেবি সেট, টাইস, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, সুইপ শার্ট, শিতের টুপি, জার্সি ট্রাওজার, সহ ছোট্ট সোনামণিদের জন্য আকর্ষণীয় পোশাকের সমাহার। পোশাক ক্রয়ে আরো বিভিন্ন সুবিধা প্রাপ্তির কথাও তিনি উল্লেখ করেন।