শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন আলম প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির।