শেরপুরের নালিতাবাড়ীতে এমপিও ভুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সোমবার (২৯ এপ্রিল) সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন, হাজী নূরুল হক মৈত্রী কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান মোক্তার, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, ইউপি মেম্বার তানিম, আবুল হোসেন, নুরুল হক, এলাকাবাসী আজাহারুল ইসলাম লাভলু, শিক্ষক আমান উল্লাহ রতন, নাজমুল আহসান, সাংবাদিক হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, বিপ্লব দে কেটু, সাব্বির প্রমুখ।
উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী এমপিও (মানথলি পে অর্ডার) ভুক্তির যে ৪টি শর্ত রয়েছে তা প্রতিষ্ঠানের পক্ষ হতে পূরন করতে হবে এর মধ্যে ২। একাডেমিক স্বীকৃতি, ২। নূন্যতম ৭০% পাশের হার, ৩। নূন্যতম শিক্ষার্থী ভর্তি হয়েছে একাদশে ৭৫% ও দ্বাদশে ৭৫% ৪। পরিক্ষার্থীর সংখ্যা নূন্যতম ৪০% বাধ্যতা মূলক ভাবে থাকতে হবে। এই সব শর্ত প্রতিষ্ঠান অর্জন করেছে। তাই তাদের এই যৌক্তিক দাবীর প্রেক্ষিতে ওই এলাকার শত শত মানুষ দুই সারিতে দাড়িয়ে প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনায় এই মানববন্ধন করা হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।