জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে নালিতাবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ থেকে বের হওয়া এ শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)জাহিদুর রহমান।
শোভা যাত্রায় শেষে স্থানীয় উপজেলা পরিষদ চত্তওে মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সময় নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন,সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর,উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়,উপজেলা কৃষি অফিসার শরিফ ইকবাল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান,এসময় অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কও ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্নস্থরের নেতাকর্মী বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসক (ইউএনও) জাহিদুর রহমান অতিথিদের নিয়ে প্রথমে উপজেলা পরিষদেও মুক্তমঞ্চে দক্ষিন অংশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগেউপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা সদরের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ,৩০ আনসার ব্যাটালিয়ান এর সদস্যরা অংশ নেন।
আলোচনা শেষে উপজেরা পরিষদহলরুমে ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।