শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নয়াবিল ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সহযোগিতায় ১৮ মে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান ইউনূস আলী দেওয়ান এ বাজেট ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে ১ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৮৯৪ টাকার বাজেট ধরা হয়েছে। এ বছর অন্যান্য খাতের চেয়ে সরকারী অনুদান অতিদরিদ্রদের জন্য কর্মস্থান কর্মসূচিতে (৩৮ লাখ ২০ হাজার টাকা) সবচেয়ে বেশি বাজেট ধরা হয়েছে।
সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে উন্মক্ত বাজেট ঘোষণা বাজেট ঘোষণা উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সনাক সহ-সভাপতি সাদরুল আহসান মাসুম, সদস্য কোহিনুর রুমা, টিআইবির এরিয়াম্যানেজার আতিকুর রহমান সুমন, নয়াবিল ইউনিয়ন পরিষদেও সচিব আব্দুল্লাহ আল বিরুনী প্রমুখ বক্তব্য রাখেন।