শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের আকরাম হোসেন (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গঠিত মাদক বিরোধী টাস্কফোর্স টিম ২২ পিচ ইয়াবাসহ দেড় বছরের কারাদন্ড প্রদান করেছেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, নালিতাবাড়ীতে গঠিত মাদক বিরোধী টাস্কফোর্স টিম উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় বাজার সংলগ্ন নিজ বাড়ী থেকে আকরাম হোসেনকে ২২ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করে অভিযানিক দল। পরে ভ্রাম্যমান আদালতে স্বাক্ষ্য প্রমাণ শেষে তাকে দেড় বছরের কারাদন্ড প্রদান করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ও বিজিবি সদস্যবৃন্দ।