শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের নাকুগাঁও স্থলবন্দর এলাকার ভোগাই নদীর ব্রীজ পাড় থেকে আজ মঙ্গলবার (২২ মে) ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবেদ আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্থানীয় হাতিপাগার বিজিবির টহলরত জোয়ানরা। সে ওই এলাকার মৃত আব্দুল আমীনের ছেলে।
বিজিবি হাতিপাগার ক্যাম্পকমান্ডার সুবেদার সুদর্শন বড়–য়া জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নাকুগাঁও স্থলবন্দর এলাকায় হাতিপাগার ক্যাম্পের হাবিলদার দিলিপ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের বিজিবি সদস্যরা টহল দিচ্ছিল। এ সময় তাদের আবেদ আলীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে আবেদ আলীকে গ্রেপ্তার করে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আবেদ আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে। পরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করা হবে।