শেরপুরে এক হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । বৃহস্পতিবার ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের শিমুলতলাএলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল টহল দিতে গেলে ভোর রাতে উপজেলার কালাকুমা গ্রামের শিমুলতলা মোড়ে দুই যুবকের গতিবিধি সন্দেহ হয়।
পরে ওই যুবকদের দেহ তল্লাসী করলে তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যুবকরা হলো শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের শিল্প সাংমা (২০) ও মেগাদল গ্রামের আলমাছ (২৫)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।