শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী ব্যাংকের ৩৪৩তম শাখা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার আতিয়া কমপ্লেক্সে এ শাখা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপাক ডঃ আবু হায়দার ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা, ডঃ মোঃ সোলায়মান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল জুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, নারী উদ্যোক্তা শাহনাজ পারভীন, শেরপুরের জেএন্ডএস গ্রুপের স্বত্তাধীকারী আলহাজ্ব জয়নাল আবেদীন, নালিতাবাড়ী শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল আমীন, নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপক মকবুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৮৩ সালের মার্চ মাসে বাংলাদেশে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। এটি কোন জাতি ধর্মের ব্যাংক নয়, এটি সবার। এ ব্যাংকের কর্মচারীরা সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করেন। তাই দেশের ছোট, মাঝারী ও বৃহৎ শিল্পে এ ব্যাংক বিনিয়োগ করেছে। ইসলামী ব্যাংকের ডিপোজিট বর্তমানে ৮৭ হাজার কোটি টাকা। আর এর গ্রাহক সংখ্যা ১ কোটি ৩৫ লাখ। এ ব্যাংকে প্রায় ৩ হাজার কর্মকর্তা কর্মচারী নিরলশভাবে কাজ করে দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভুমিকা রাখছে। তারা আরো বলেন, স্থানীয়ভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ব্যবসায়ীসহ সব শ্রেণি পেশার মানুষের আর্থিক লেনদেন করতে ইসলামী ব্যাংক গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। পরে অতিথিরা ফিতা কেটে ইসলামী ব্যাংকের ৩৪৩তম শাখা উদ্বোধন করেন।