শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইসলামিয়া আলিম মাদ্রাসায় সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্নী ইউনিয়ন শাখা কমিটির আয়োজনে তালিম ও তারবিয়াত সভা অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ আব্দুল কাদিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন শেরপুর জেলা কমিটির সভাপতি মাওঃ ফারুক আহমেদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা কমিটির সদস্য মুফতি ইসমাইল হোসেন জাফরী, ইসলামী আন্দোলনের নালিতাবাড়ী উপজেলা কমিটির সভাপতি আলহাজ আবু বক্কর ও বিশেষ বক্তা নন্নী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইসলামী আন্দোলন শেরপুর জেলা কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক হাকীম আব্দুর রবসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় হাকিম আব্দুর রবকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের পক্ষে নন্নী ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।