শেরপুরের নালিতাবাড়ীতে গুজব বিষয়ে গণসচেতনের জন্য নালিতাবাড়ী থানার মাঠে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) সাকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার আলম, দক্ষিন বাজার শাহী জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম জিলানী প্রমুখ। সমাবেশে বক্তাগণ মাথাকাটা/কল্লাকাটা বিষয়ে গুজব, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক ইত্যাদি বিষয়ে গণসচেতনামূলক আলোচনা করা হয়। সমাবেশে পৌরসভা ও ১২টি ইউনিয়ন থেকে প্রায় সকল মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।