শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪ নং নয়াবিল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার চারআলী বাজারে শুক্রবার (১৯ মার্চ) বিকেলে এক নির্বাচনী পথ সভা করেছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা।
সভায় বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক খোরশেদ আলম, নুরুল আমীন, মুস্তাফিজুর রহমান খোকন, সমাজ সেবক নেছার আলী, রানাউল হক, মাসুদ কবীর ও সজীব আহমেদ প্রমুখ। এতে নয়াবিল ইউনিয়নের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
পথ সভায় চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন রানা বলেন, আমি আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে নয়াবিল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে চাই। আমি যদি নির্বাচিত হই এই ইউনিয়নের ১৮টি গ্রামকে ডিজিটাল গ্রামে পরিনত করবো। আপনাদের দোয়া থাকলে দল থেকে আমাকেই নৌকা প্রতিক দিবে। আমি নৌকা প্রতিকে নির্বাচন করে বিজয়ী হয়ে ওই নৌকা এলাকার সাংসদ বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে তোফাজ্জল হোসেন রানাকে সর্মথন দেন।