শেরপুরের নালিতাবাড়ী পৌর-শহরে United For Humanity (UFH) এর উদ্যোগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সাধারণ মানুষের মাঝে ২৫০ টি মাস্ক বিতরণ এবং মরণঘাতী করোনা ভাইরাসের ছোবল থেকে বাচতে সামাজিক দূরত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করা হয়।
UFH এর স্বেচ্ছাসেবকরা ৫ টি ছোট দলে বিভক্ত হয়ে ৩০ জন স্বেচ্ছাসেবক শহরের বিভিন্নস্থানে এ কার্যক্রম পরিচালনা করেন। কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। এসময় UFH এর সভাপতি অর্নব রায় পার্থ, সাধারণ সম্পাদক হিরাসহ এমদাদুল হক মিলন, সাব্বির আহমেদ বাদশা, মেহেদী হাসান সাকিব, দূর্জয় হাসান শাকিল, সাদ আল জুনাইদ, মানিক এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।