ঈদুল ফিতরের নবম দিন অতিবাহিত হলেও শেরপুরের নালিতাবাড়ীতে ঢাকাগামী বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে শুক্রবার (১৪ জুন) রাত ১১টায় পৌর শহরের হাসপাতালের সামনে অভিযান চালান ইউএনও মো. আরিফুর রহমান। তার অভিযানে অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত পান বাস যাত্রীরা।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, ঈদের নবম দিনেও ঢাকাগামী যাত্রীদের কাছে ৩শ টাকা ভাড়ার স্থলে ৪শ ও ৪শ ৫০ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছিল বাস কর্তৃপক্ষ। এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাসপাতালের সামনে সিদ্দিক, নাজিম ও অপর একটি পরিবহনের টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এসময় তিনি নালিতাবাড়ী থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যাওয়ার আগ মুহুর্তে সিদ্দিক পরিবহন, এমএস পরিবহন ও লুবনা পরিবহনের যাত্রীদের সাথে কথা বলেন ও টিকিটের মুল্য যাই করে দেখেন। পরে তার নির্দেশে অতিরিক্ত ১শ ও ১শ ৫০ টাকা করে যাত্রীদের ফেরত দেয় বাস কর্তৃপক্ষ।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান জানান, অতি মুনাফালোভী বাস মালিকরা ঈদের সপ্তাহকাল পরেও অতিরিক্ত ভাড়া আদায় করছিল। তাই ভ্রম্যমান আদালতের অভিযান চালিয়ে যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেয়া হয়েছে। এমনকি সংশ্লিষ্টদের সর্তক করে দেয়া হয়েছে। তিনি আরো জানান, শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা রয়েছে ঈদ উপলক্ষে যাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করা হয়।