শেরপুরের নালিতাবাড়ীতে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদারের কাছে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলের সময় সহকারী রিটার্নিং অফিসার ও নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক আছমত আরা আছমা, ফারুক আহমেদ বকুল, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের আগে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।