শেরপুরের নালিতাবাড়ীতে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে সাত বছর বয়সী শিশু রাকিব।
শনিবার (৩০ এপ্রিল) শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আমবাগান মহল্লার পুরাতন কলেজ কোয়ার্টারে রাতে ঝড়ের পরে সকালে আম কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাকিব ওই মহল্লার রইছ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ঝড় ও বৃষ্টি হলে সকাল সাড়ে নয়টার দিকে শিশু রাকিব বাসার পাশে থাকা পুরাতন কলেজ কোয়ার্টারে আম কুড়াতে যায়। আম কুড়ানোর একপর্যায়ে টিনের বেড়ার নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় আগে থেকে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ার স্পর্শে এলে রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।